শিখি বাংলায় হলো একটি শিক্ষামূলক ব্লগ যা রচনা, ভাবসম্প্রসারণ, সারাংশ, সারমর্ম ও নানা শিক্ষা ও তথ্যের বিশাল সমাহার

11 April, 2019

ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা....... তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে

ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা....... তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে


ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা,....... তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে । 


সারমর্ম : ক্ষমাশীলতা মানুষের মহৎগুণ হলেও ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে কঠোর হওয়া উচিত৷ অন্যায়কে সহ্য করা ও প্রশ্রয় দেয়া - দু'টোই সমান অপরাধ৷ সুতরাং এ ব্যাপারে আমাদের আপোষহীন মনোভাব থাকতে হবে৷

No comments:

Post a Comment

বাংলা নববর্ষ / পহেলা বৈশাখ

বাংলা নববর্ষ / পহেলা বৈশাখ  বাংলা নববর্ষ / পহেলা বৈশাখ ভুমিকা : আদিকাল থেকে যেকোন বছরের প্রথম দিনটি 'নববর্ষ' নামে পরিচিত...