শিখি বাংলায় হলো একটি শিক্ষামূলক ব্লগ যা রচনা, ভাবসম্প্রসারণ, সারাংশ, সারমর্ম ও নানা শিক্ষা ও তথ্যের বিশাল সমাহার

11 April, 2019

ছোট ছোট বালুকনা, বিন্দু বিন্দু জল......এ ধরায় স্বর্গ শোভা নিত্য দেয় আনি

ছোট ছোট বালুকনা, বিন্দু বিন্দু জল......এ ধরায় স্বর্গ শোভা নিত্য দেয় আনি 


ছোট ছোট বালুকনা, বিন্দু বিন্দু জল......এ ধরায় স্বর্গ শোভা নিত্য দেয় আনি । 

সারমর্ম : ক্ষুদ্র বলে কোন কিছুকে তুচ্ছ করতে নেই  ক্ষুদ্র থেকেই বৃহতের সৃষ্টি। বালিকনা নিয়ে মহাদেশ, বিন্দু বিন্দু জল নিয়ে মহাসাগর এবং ক্ষুদ্র মুহূর্ত গুলোর সমন্বয়ে যুগান্তকারী কাল গড়ে ওঠে। তেমনি সামান্য ত্রুটি বৃহৎ অনিষ্টের কারণ হয়ে দাঁড়ায়। পক্ষান্তরে, মহৎ কর্ম ক্ষুদ্র হলেও তা পৃথিবীকে স্বর্গময় করে তোলে৷

No comments:

Post a Comment

বাংলা নববর্ষ / পহেলা বৈশাখ

বাংলা নববর্ষ / পহেলা বৈশাখ  বাংলা নববর্ষ / পহেলা বৈশাখ ভুমিকা : আদিকাল থেকে যেকোন বছরের প্রথম দিনটি 'নববর্ষ' নামে পরিচিত...